আমার কেউ নাইরে বন্ধু
তুমি বিনে জগতে,
এসো একবার
বসো আমার কোলেতে।।
ভবে এসে ঠেকলাম বিষম দায়
তুমি যদি রাখ তোমার চরণ সেবায়,
আচরয় পাই অকুল দরিয়ায়
তুমি যদি নাও সাথে।।
পাড়া পরশি আত্তগ্যয়াতি সব
আমায় দেখে হাসে করে কত কলরব,
এসব দেখে ও থাকি নিরব
কেবল তোমার ভাবেতে।।
তুমি ধন্য ভাকা শ্যামো চাঁদ
বিনয় করি নিয় না এই দাসীর অপরাধ,
মিটাও আমার মনেরই সাদ
তোমার নিজো গুণেতে।।
আমার হৃদয়েতে বসো হে তুমি
তবে সর্ব প্রাপ্তি চির সুখী হইব আমি,
ডাকি তোমায় অন্তর জামি
আমির উদ্দিনের গানেতে।।