আমি যাহা বুঝি না গো তুমি বুঝাইবায়নি
তোমার গান গাইতে দিবায়নি-
আমার এই ফরিয়াদ তোমার চরণে রাখবায়নি।।
দয়াল গো।।
ভাষা জ্ঞান নাইযে আমার, নিবেদন শুনবায়নি
দূর করিয়া দ্বিলের আঁধার, দীদার দেখাইবায়নি।।
দয়াল গো।।
যে সুরে নেয় তোমার পানে, সেই সুর জাগাইবায়নি
(আমার) বাক শক্তিতে নিজে বসে, বাক্য জুগাইবায়নি।।
দয়াল গো।।
দয়া করি আমির উদ্দিনের, হৃদয়ে আইবায়নি
(আমার এই) দেহ যন্ত্র তোমার হাতে, তুমি সাজাইবায়নি।।