তুমি যেভাবে রাখো রে দয়াল সেই মোর সুপ্রভাত।
আমার জানা অজানার বাহিরে ঘরে ফিরে দিবা রাত।।
আমি ঘুমাই আমি চলি
আমি শুনি আমি বলি
আমি দুর্বল আমি বলী সংসারের সংঘাত;
এই সব ওঠা পড়া ভাঙ্গাগড়া
তার মধ্যে নাই আমার হাত।।
এই যে ভবে আসা যাওয়া
কিছু তার যায় না ঠিক পাওয়া
হাসা কাঁদা নাচাগাওয়া রঙ্গমঞ্চের নাট;
সবার আড়ালে দাঁড়ায়ে নাচাও
জগৎজীবে জগন্নাথ।।
পথের সন্ধান যায় না বোঝা
আমি বইলে আমার বোঝা
আঁধারে পথ যায় না খোঁজা হয় না দৃষ্টিপাত;
তখন চলবার পথ মোর হয় যে সোজা
তুমি থাকলে আমার সাথ।।
পাগল বিজয় কয়, যে ভাবে রাখো
তাতে দু:খ করি নাকো
তুমি যদি সাথে থাকো ওহে দীননাথ;
যেন সম্পদে বিপদে করি
তোমার পদে প্রণিপাত।।