তুমি যে দেশে বাস করোরে বন্ধু
তোমার সে দেশ যেন কতোই সুন্দর।
তোমার নন্দন কানন আনন্দ ধাম
দেখে হার মানে স্বর্গেরপুরন্দর।।
তোমার দেশের ফোটাফুলে
ঝরে না কো বোঁটা খুলে
কার কথা কেউ যায় না ভুলে তোমার দেশের নারী নর;
মরে আমিত্বে ঠেকিয়ে লাজে সেথায় দেখিয়ে স্বামীত্বের ডর।।
তোমার দেশের গাঙ্গের জলে
কূল ভাঙ্গে না কলোরোলে
হারানো মানিক দোলে সাগর বুকে ঢেউয়ের পর;
কিচু হারায় নাকো তোমার দেশে করে মরণে জীবনে ভর।।
আবেগ মাখা মেঘের পরে
তোমার দেশের রবিকরে;
হারা মনের ছবি করে বিরহীর প্রাণ প্রিয়তর
সেথায় চাঁদের গায় কলঙ্ক নাহি কারো নাহি কূলকলঙ্কের ডর।।
তোমার দেশের আকাশ আলো
জল বায় স্থল সবি ভালো;
যে ভালো তার সবি ভালো ভালো নাই সে ভালোর পর
পাগল বিজয় কয়, আকুল পিয়াসে তোমার বাড়ির পাশে বাঁধি ঘর।।