তুমি যে সুখ পেয়ে ভুলেছ রে মন এ তোর মরার পন্থা।
বাঁচতে যদি চাও রে ও মন, ধারণ কর চিন্তা কান্থা।।
মরণ আছে অনেক রকম, বিচার করলে হয় তারতম্য, জানা যায় সে নিয়ম।
দুটি মরণ উত্তম অধম, আছে করলি না সে চিন্তা।।
অধম মরার এই প্রণালী, আছে খড়গ হাতে কাম আর কলি, দিচ্ছে নরবলী।
বলি লয় সে মায়া কলি, ও সে জীবের জীবন হন্তা।
অধম মরা যে জন মরে, জন্মের মত ছারেখারে, যায় সে একবার।
প্রাণ হারায় সে ঘোর দুস্তরে, দংশে সর্পিনী বিষ-দন্তা।
উত্তম মরার দশটি লখন, দশম দশায় হলে পতন, সে হয় প্রেমের মরণ।
প্রেমের মরা যে জন মরে, প্রাপ্ত হয় সে হরি-কান্তা।।
শ্রীগুরুচাঁদেরই বচন, ভবে প্রেমের মরা মরে যে জন, সে পায় অখন্ড জীবন।
দেখে কোটি ব্রহ্মার পতন, আশ্রয় করে অঘোর পন্থা।।