(তাল – ঠুংরী)
তুমি সদয় হইলা জীবের প্রতি হরি দয়াময়।
আমি ঘোর পাতকী, উদ্ধারের বাকী,
হরি আর কতদিন রয়।।
১। বড় বিপুল ভরসায়, হরি ডাকি হে তোমায়,
শুনিয়ে কেন তাই শুননা ওহে দয়াময়।
তুমি অর্ন্তয্যামী জগৎস্বামী, কেন আমায় হইলা নিদয়।।
২। তুমি তরাবে বলে, হরি জগতে এলে
আমি অধম ঘোর পাতকী এ ভুমন্ডলে।
(দেও) দুঃখ যত অবিরত অপরাধ ঘুচে যেন যায়।।
৩। তব পদে প্রণিপাত সর্ব্ব জম্মের অপরাধ,
ঘুচাও হরি এই জম্মেতে, রয়না যেন পাপ।
আমি অপরাধী দুঃখের ভাগী, দুঃখ মোচন কর সমুদয়।।
৪। অধম দীনা ভেবে কয়, আমি ঠেকে রলেম দায়,
সব অপরাধ ঘুচাইয়ে নেও হরি গোসাইব পায়।
তুমি পার কান্ডারী দয়াল হরি, ঘুচাও ভবপারের ভয়।।
……………………………..
লোক শিক্ষা
রাগিনী – মঞ্জরাসাই