তুমি সর্বশক্তিমান হে দীনবন্ধু দীনতারণ।
তুমি দীনজনের আশ্রয়দাতা হে দয়াল তীনতা হরণ।।
অগতির গতি তুমি অকূলের কূল
আঁধার পথের আলো তুমি তুমি ভাঙ্গো ভুর;
তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল
কারণের কারণ।।
তপনের ওই তাপের আলো পড়ে চাঁদের গায়
শীতল হয়ে নামে এসে তোমার ইশারায়;
প্রভু জীবগণে তোমারি কৃপায়
করে জীবন ধারণ।।
পাখির কণ্ঠে বাজে প্রভু তোমার বাঁশিরতান
তোমার হাসি পেয়ে হাসে কুসুমের বাগান;
তুমি সবার মূলে হে ভগবান
সর্বশক্তি উৎস্মরণ।।
তোমার হাতে গড়া এই বিশ্বচরাচর
ভাঙ্গা গড়ার মালিক তুমি অসীম শক্তিধর;
তুমি জগৎবন্ধু জগদীশ্বর
জগদুদ্ধারণ।।
পাগল বিজয় বলে, সামনে প্রভু অন্ধকাররাতি
পথ দেখায়ে নিয়ে চলো হে চিরসাথি;
তুমি পতিত ব্যথিতের ব্যথী
দয়াল পতিতপাবন।।