দয়াময় তুমি হয়ো না নিদয়।
সর্বজীবে সমদায় দয়া জগৎময়।।
প্রভু জন্মদাতা কে তোমারে
কারে দিয়ে অঙ্গিকার।
বারংবার এ ভবে আসা হয়
জগৎঈশ্বর নাম কেবা রাখিল তোমার
পাপী যদি না জন্মাত ভবে তোমায় কে আনিত
নিত্য ছেড়ে অনিত্যরূপ
কেবল পাপীর দায়।।
আমার এ পাষণ্ড মতি
না নিয়ে কার মনের মতি।
কুমতি মোর সদা সর্বদায়
জানিনে কার মতি নিলে মতি প্রাপ্তি হয়
পূর্বে যদি থাকত মতি
তবে কি আর হত দুর্গতি
পাপমতির প্রতি যেন তব মতি রয়।।
কর্মে যাহার আছে ভাল
তাদের কি আর করবে ভাল।
মন্দে ভাল করলে ভাল হয়
মম মতি নহে ভাল
নিজ গুণে কর ভাল
তবে তোমায় জানা গেল
মফিজদ্দি কয়।।