(তাল – কাওয়ালী)
তোমরা বৈলরে – বৈল হরির কাছে রে।
বৈল তোমার একটি পাপী আছে রে,
হারে আছে এ জগৎ মাঝারে রে।।
১। এ পাপীর কি গতি হবে, বল দয়া করি,
পাপে পরিপূর্ণ হল, পাপে হল ভারি।
আমি এ পাপ লয়ে, কোথায় যাব রে,
হারে আমি বুঝিতে না পারিবে।।
২। মোর বান্ধব নাই কোন দেশে, কার কাছেতে বলি
বলতে আমি যার কাচে যাই, সে দেয় মনে কালি।
আমি কোথায় গিয়ে প্রাণ জুড়াব রে,
হারে আমি না পাই সুখের ডালিরে।।
৩। বটবৃক্ষের তলে গেরাম, ছায়া পাবার আশে,
পত্র ছেড়ে রৌদ্র লাগে, আপন কর্ম্ম দোষে।
আমি, শান্তির আশে যাই যে দেশে রে,
হারে আমার দ্বিগুন হয় অশান্তিরে
৪। দীনা বলে কবে আমি, যাব ওড়াকান্দী,
দুনয়ন জুড়াবো হেরে, হরি গুণ নিধি
সদা ঐ রূপ দেখবো প্রাণ জুড়াবো রে
হারে তবে ঘুচবে আশা নদীরে।।
……………………….
রাগিনী – করুনভান্ডারা