তোমাকে বাসিব ভাল এই ভিক্ষা চাই।
আমায় বাস বা না বাস ভাল, তাতে দুঃখ নাই।।
এই ভাবনা ভাবি রাত্রি দিন, তুমি হইও গহীন গঙ্গা আমি হইব মীন,
তোমার রূপ সাগরে ডুবে রব, জাগিব বাসনা নাই।।
তুমি গুরু হইও শালগ্রাম, তুলসী হইয়া পদে থাকবো গুণধান,
তোমার যুগল চরণ বক্ষে রেখে, যেন আমি মেগে খাই।।
কর্ম পাকে হই যদি ফণী, তুমি গুরু হইও আমার মস্তকের মণি,
তোমায় দিবানিশি রাখবো শিরে, ভবে তোমার মত কেউ নাই।।
তুমি আমার পরাণ পুতলি, তোমার শ্রীপাদ পদ্মে হয়ে অলি, যেন প্রেম মধু খাই।।
করুণস্বরে অশ্বিনী বলে, দীন হীন কাঙ্গাল বলে ফেলনা ঠেলে,
গুরু তুমি আমায় উপেক্ষিলে, ভবে দিব আমি কার দোহাই।।