(তাল – ঠুংরী)
হরি তোমারই তুলনা তুমি।
কোন গুণে কার সনে, হরি তুলনা করিব আমি।।
সোনা, চুনি মণি, পরশ পাথর জানি, তব রূপ সনে, কিসে বল গণি,
তুমি শুন্যময়, অন্ত কেবা পায়, অন্তময় অন্তর্য্যামি।।
ইন্দ্র, চন্দ্র, সূর্য, তুমি সবার পূজ্য তোমার লাগিয়া সব করি তাজ্য,
দেব মৃত্যুঞ্জয়, হয়ে নিরাশ্রয়, তোমারই আশায় বেড়ায় ভ্রমি।।
অনাদির আদি, তুমি গুণনিধি, বেদ বেদাঙ্গ বিধাতার বিধি,
তুমি গুণাকর, গুণের সাগর, স্থাবর জঙ্গম ভূমি।।
লক্ষ্মী দাসী যার, ভান্ডারী কুবের, অনন্ত গুণময় শিরোমণি শিবের,
বিপদ ভঞ্জন, শ্রীমধুসুদন, জগৎ রঞ্জন জগৎ স্বামী।।
প্রেম সম্বন্ধে বলে মহানন্দে, ব্রহ্মা শিব যারে, করযোড়ে বন্দে,
তুল্য নাহি যার, মহিমা অপার, অশ্বিনী কীটস্য কীট কৃমি।।