নিষ্ঠুর বন্ধুরে কোন পরানে তুমি, রইলা বৈদেশে।
আর কতদিন রাখিবো যৌবন, তোমারি আশার আশে।।
একা নাহি ভালো লাগে বিহনে তোমার
আমি কি করি উপায়- বন্ধুরে
কি করিব কোথায় যাব, মরি মরি প্রেমবিষে।।
নারী চাহে স্বামী যদি থাকে সব সময়
অতি কাছে কাছে রয়- বন্ধুরে
জীবন মরণ নাই কোন ভয়, দিন কাটে তাঁর উল্লাসে।।
পুরুষ না হইয়া যদি হইতে অবলা
বুঝতে নারীর কি জালা- বন্ধুরে
সোনার অঙ্গ হইল কালা, মনের মানুষ নাই পাশে।।
আমির উদ্দিন বলে তোমার দরশন বিনা
কিছুই ভালো লাগে না- বন্ধুরে
আশায় আশায় দিন সাপ্তাহ মাস, বৎসরঘুরে ফিরে আসে।।