তোমারি রাগিণী জীবনকুঞ্জে
বাজে যেন সদা বাজে গো।
তোমারি আসন হৃদয়পদ্মে
রাজে যেন সদা রাজে গো ॥
তব নন্দনগন্ধমোদিত
ফিরি সুন্দর ভুবনে
তব পদরেণু মাখি লয়ে তনু
সাজে যেন সদা সাজে গো ॥
সব বিদ্বেষ দূরে যায়
যেন তব মঙ্গলমন্ত্রে,
বিকাশে মাধুরী হৃদয়ে
বাহিরে তব সঙ্গীতছন্দে।
তব নির্মল নীরব হাস্য
হেরি অম্বর ব্যাপিয়া
তব গৌরবে সকল
গর্ব লাজে যেন সদা লাজে গো ॥
……………….
রাগ: ইমনকল্যাণ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন