গাউসুল আজম বোগদাদিয়া
পীরানি পীর দস্তগীর
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।
জন্ম তোমার বাগদাদেতে
তরিকাতে কাদিরিয়া
তোমার সাথে নাই তুলনা
তিনশ ষাট জন আউলিয়া
চব্বিশ হাজার পয়গাম্বরে
ঐ নামে করে জিকির
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।
হাসান হোসেনের বংশে
তুমি তো রত্নচুরা
ঘরে রাখে মা জননী
ওম্মে খায়ের ফাতেমা
ধন্য পিতা আবুসালেহ্
জংগে যিনি শ্রেষ্ঠ বীর
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।
শিশুকালে যতকিছু
শিখাইলেন জননী
ডাকাত দল করিতে উদ্ধার
শুনালে সত্য বানী
বাগদাদে প্রেম বিলাতে
ছেড়েছো এক প্রেমের তীর
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।
পথ চলিতে তসবীহ্ জপে
জিকিরে হইয়া মশগুল
তোমার সাথে সুর তুলে গায়
বন পাপিয়া বুলবুল
গাহে চন্দ্র সূর্য গ্রহ তাঁরা
নিখিল ভূবন ধ্বনির
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।
নামের আভাস পাইয়া ধরো
ছাড়িয়া গাছতলায় ধ্যান
আমার কলেমা কালাম
তুমিতো শুধন ভজন
কবে যাইয়া লুটাইবে
মাতাল এই রাজ্জাকের শীর
তোমারি স্মরণে আমি
দুর হতে এক মোসাফির।।