তোমার অন্তরে গরল ভরা, মুখে দাও রাধার দোহাই
আমি সাক্ষাতে বলি যাহাই, শুন শ্যাম কানাই।।
ফুলের বাসর সাজাইয়ে, শ্যাম প্রেমের চাতকী হয়ে
সারা নিশি আশা পানে চাই
আগে জানালে বধূ ভালবাসার মুখে দিতাম ছাই।।
কূল হরণ করবে বলে, বনমালী ফুল বাগিচে
আশা করে এসেছিনু তাই
মাঠে থাক ধেনু রাখা, বাজাইও না ও বালই।।
থাক তুমি রাখাল সমাজে, প্রেম করা কি তোমার সাজে
উপকরণ সকলই নাজাই, যাদু বিন্দু ভনে গোঁসাই কবীর
ঐ চরণে আশ্রয় পাই।।