তোমার একটি দিনের একটু পরশ আজো আমার বুকে দোলে
অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে।
তোমার স্মৃতির প্রীতিপ্রদীপ আজো মিটিমিটি জ্বলে।।
এমনি সেদিন বয়েছিলো মলয়সমীরণ
ছিলো চাঁদের হাসি ফুলের সুবাস বাঁশিরশিহরণ;
আমি আজো তাই হই নি বিস্মরণ জাগে হৃদিতলে
ও সেই চলে যাওয়া দিনের ছবি এসে কতো কি যায় বলে।।
আমার ব্যথার সুর জড়োনো জল ঝরানো আঁখি
পিউকাঁহা বলিয়ে ডাকে মন হারানো পাখি;
তার মনের কথা জানায় নাকি বিচ্ছেদব্যথায় গলে
তার সেই সুরে এই সংসার পুরে আমি মরি পুড়ে জ্বলে।।
কালের জাহাজ চলে গেলে পিছনে তার ঢেউ
ব্যথার ব্যথিত ব্যতিত ইহা বুঝবে না আর কেউ;
যে ব্যথায় ব্রজের কুলেরবউ সংসারের সব ভোলে
হয়ে কৃষ্ণ হারা জ্যান্ত মরা তারা ফিরিতো জঙ্গলে।।
বান্ধববিনা শহর বন্দর বনের মতো লাগে
মনের মানুষ হারা হলে কেন হেন জাগে;
এ-জ্বালা বুঝি নাই আগে পূর্ব রাগের ছলে
পাগল বিজয় কাঁদে মন হারায়ে বিজনে বিরলে।।