ভবঘুরেকথা
বিজয় সরকার

তোমার কতো ভাবে পেলাম পরিচয় দয়াময়
তবু তো সন্দেহ ঘোচে নাই।
করি বিপদে তোমারে নির্ভর দয়াল রে
আবার সম্পদ পেলে ভুলে যাই।।

দু:খে যখন হেরি নিরুপায়
তকন অনুপায়ের উপায় ভাবি তোমারি ওই পায়;
আবার দিন পেলে দীননাথ তোমায় দয়ালরে
পাছে ফেলে আগে যাই।।

এই তো সেদিন দেখলাম তোমারে
বিপদ হতে উদ্ধার তুমি করলে আমারে;
আমি থেকে স্বামীত্বের মাঝারে দয়ালরে
মিছে করি আমিত্বের বড়াই।।

নীরবে করছো সবি দান
চাও নি কিছু পাওনি কোনো দানের প্রতিদান;
তবু বিশ্বাস ভক্তি অতিশয়ম্নান দয়ালরে
কেবল সংশয় লয়ে কাল কাটাই।।

পাগল বিজয় বলে হে চির নির্ভুল
তুমি করে দেহ আমার সন্দেহের নির্মূল;
তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল দয়াল রে
তোমায় এই জ্ঞানে প্রণাম জানাই।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!