আমি তোমার কাছে কি চাহিবো ওহে ভগবান।
আমার চাইবার আগে তুমি মোরে সকলি করেছো দান।।
তোমার আকাশ তোমার আলো
আমায় কতো বাসে ভালো
তোমার বাসাত চিরকাল অমৃত সমান;
দিলে ফুলে মধু ফলে মিষ্টি তোমার সৃষ্টির সুবিধান।।
মায়ের বুকে বাঁধন হারা
ক্ষুধা হারা সুধার ধারা
পেলেম প্রভু তোমার দ্বারা করুণানিধান;
দিলে পিতার স্নেহ শান্তির গেহ পরিজনও ধবমান।।
বন্ধু-বান্ধব দিলে তুমি
সুন্দর এই জন্মভূমি
নামিছে বিশ্বভূমি মঙ্গল ও কল্যাণ;
তুমি নীরবে দিয়েছো সবি চাও নি কোনো প্রতিদিন।।
আমার নিজের শান্তি কি যে পেয়ে
বেশি জানো আমার চেয়ে
আমি আর কি নিবো চেয়ে ওহে সুমহান;
পাগল বিজয় কহে রহে, যেন তবে পদে মনোপ্রাণ।।