তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি
তখন কতো ভালো লাগে আমারে;
তখন সুন্দরভূবন দর্শন শ্রবণ সুন্দরপবন সঞ্চারে
সুন্দরভবন জীবন যৌবন সুন্দর বসন্ত বাহারে।।
তোমায় ছেড়ে যখন দূরে যাই
আমার সাজে আমার কাছে আমি বড়ো লজ্জা পাই;
আমি কেমন করে এ মুখ দেখাই দেবতা তোমার ধারে
আমার আমি আড়াল করে দাঁড়ায়ে রই মোহের আঁধারে।।
চাহি না যখন তোমার দিকে
বিশ্বজগৎ বিমুখ তখন আমার মুখ দেখে;
তখন শুধায় না কেউ আমায় ডেকে বঞ্চিত হই সবার দ্বারে
খালি হাতে ফেরে না কেউ দীবন্ধু তোমার দুয়ারে।।
তুমি প্রভু কাণ্ডারি হও যার
জলের কুম্ভির গুণ টানে তার বাঘে টানে দাড়ঁ;
তার যেমন ফাগুন তেমনি আষাঢ় ভয় কি ভবপাথারে
নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে।।
পাগল বিজয় বলে, হে পরান প্রিয়ো
ভুল পথে যদি যাই আমি তুমি ফিরায়ে নিয়ো;
তোমার চরণতালে বসতে দিয়ো ভুলিয়ো না আমারে
জীবনে মরণে আমি যেন ভুলে না যাই তোমারে।।