ভবঘুরেকথা
বিজয় সরকার

তোমার চরণ ছায়া দয়াল
আমি মায়ার স্রোতে ভেসেছি।
ত্যেজে ভক্তসঙ্গ বহিরঙ্গে অসৎ সঙ্গে মিশেছি।।

সংসারে হয়ে অনুগত
আপন ভেবে যতন যাদের করেছি যতো;
আদের আচরণে আমি কতো
কেঁদেছি আর হেসেছি।।

প্রিয়জনের কতো প্রয়োজন
সাধিতে সাধিলো কতো দিয়ে প্রলোভন;
আমি সেই আনন্দে হয়ে মগন
কতো ছন্দে নেচেছি।।

ভালোবাসলাম যাদের সব দিয়ে
বুকে আঘাত দিয়ে তারা দিলো ফিরায়ে;
সব ভালোবাসায় বঞ্চিত হয়ে
তোমায় ভালোবেসেছি।।

স্বার্থময় সংসারের কলোরব
দু:খের সাথি কেউ কারো নয় সুখের সাথি সব;
নিয়ে জীবনে এই বিষয়বৈভব
কতো সাজে সেজেছি।।

বুক ভরা দু:খ লয়ে
দ্বারে দ্বারে ঘুরলাম কতো যাতনা পেয়ে;
তখন সকল দ্বারে বিমূখ হয়ে
তোমার দ্বারে এসেছি।।

পাগল বিজয় বলে বুজলাম এবারে
খালি হাতে ফেরে না কেউ তোমার দুয়ারে;
তুমি পরমদয়াল এ-সংসারে
মনে প্রাণে মেনেছি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!