আমার আউয়াল আখের তোমার চরণ তলে
ভান্ডারী ধনরে।।
শ্রী চরণের আশা করি
না চাইলাম দুনিয়াদারী,
অন্ধ লোকে কত মন্দ বলে
আমার আউয়াল আখের তোমার চরণ তলে।।
না করিলাম সাধন ভজন
তোমার ভাবে গেল জীবন,
দয়ানি করিবা মরণকালে
আমার আউয়াল আখের তোমার চরণ তলে।।
তুমি না করিলে দয়া
কে দিবে পাপিরে ছায়া,
কে আছে আর এই মহিমণ্ডলে
আমার আউয়াল আখের তোমার চরণ তলে।।
ওরে দোহায় মাওলা মাইজভান্ডারী
আর জালা সহিতে নারি,
প্রাণে মইরলাম পড়ি ভবের কলে
আমার আউয়াল আখের তোমার চরণ তলে।।
গফুর হালীর পাগল মনে
ওরে না চিনে ভান্ডারী বিনে,
ওরে ভরসা ভান্ডারী দুই কুলে
আমার আউয়াল আখের তোমার চরণতলে।।