আমায় ধোয়াইয়া লহো তোমার চরণ ধোয়া জলে।
আছে জমাট বাঁধা মলিনতা আমার শুকনো অন্তর তলে।।
মিথ্যা চাটু পাটোয়ারি মন
অন্তরে দুষ্টামি মুখে সুমিষ্ট বচন;
লোকের মন জোগাতে করলেম এমন
একটু স্বার্থের লোভে পলে পলে।।
সাধু হতে অন্তরে নাই টান
যাদুকরের মতন শুধু করে গেলাম ভান;
ক্রমে বন্ধ হলো ব্যবসার দোকান
এখন মাল জোটে না খদ্দের এলে।।
কাম ক্রোধ লোভ মোহের সঙ্গেতে
বহিরঅঙ্গে ঘুরে বেড়াই কুসঙ্গে মেতে,
আমি এই বেশে পারি না যেতে
দয়াল তোমার ওই পবিত্র কোলে।।
আর কতো কাল থাকবো এ-দেশ বিদেশে
কাজ নাই আমায় নিয়ে চলো দেশে
আমায় সাজাও তোমার ভাবাবেশে
পাগল বিজয় কেঁদে কেঁদে বলে।।