তোমার চলার পথে কাটা হয়ে আচঁড় দিতে গায়
আর চাহিনা প্রিয়তমা ফিরায়ে দাও আমায়।
ব্যথা যদি পাও হে প্রিয় আমার এই ভালোবাসায়।।
যাবার বেলায় এই মিনতি রাখো
আমার কথা মনে করো নাকো
নির্বিবাদে সুখে থাকো আশীর্বাদ করি তোমায়।।
বেদনমুখর দেখেছি তোমার মুখের ছবি
যতন করেছি যতো যাতনা সবি;
ভুল যদি করিয়ে থাকি প্রিয়
সে ভুল আমার ক্ষমা করে নিও
পাষাণকঠিন তালা দিয়ো তোমার মনের দরজায়।।
হলে দুজনের মনের একগতি অতিবিশুদ্ধ
এই মিলন হয় না কারো রুচি বিরুদ্ধ;
পাগল বিজয় বলে মনের ব্যবধানে
দুই জনের মন দুই দিক যদি টানে
সরল প্রাণে আঘাত হানে মরম ফাঁটা বেদনায়।।