মা গো
তোমার চোখে অনেক জল।
কোন সাগরে যোগায় জোয়ার
অবিরল করে টলমল।।
স্নেহ ভরা স্নিগ্ধ প্রেমে
তাই মেতে রই মাতৃনামে,
তুমি যে মোর পরিনামে
কুমারিকা বিন্ধ্যাচল।।
কোন পাহারের রাজকন্যা
ডাগর আঁখির প্রলয় বন্যা,
সপ্ত সাগর জলশূন্যা
তুমি কি মা কাঁদো কেবল।।
মেঘমালায় তোমার মায়া
পরিশ্রান্তে দাও মা ছায়া,
ভ্রান্ত পথিক পেয়ে দয়া
তোমার স্নেহে হয় মা শীতল।।
কত আশায় দিন কাটে মা
স্নেহময়ী আয় মা শ্যামা,
ভবা পাগলায় নে মা জমা
ক্ষমা করি দোষ সকল।।