সয়াল জুড়ি শুনি তোমার দয়াল নামের ধ্বনি।
কাঙ্গালের বন্ধুরে আমার বাসরে আইবায়নি।।
ভিখারী দুয়ারে খাড়া, তুমি মহাধনী
প্রেম ভিক্ষা চাই হে দয়াল, আমারে দিবায়নি।।
যোগী ঋষি তোমায় খোঁজে, ধ্যানে খোঁজে মুনি
যেভাবে যে ডাকে তোমায়, সেভাবে পায় জানি।।
আমার একখান মাটির ঘর, চালে নাই ছাউনি
তোর বিরহে দুই চউকে, চুয়াইয়া পড়ে পানি।।
আমির উদ্দিন তোমারে চায়, দিবস রজনী
দুঃখে সুখে তুমিই আপন, সর্বগুণের গুণী।।