মুজিব বাবা ভাণ্ডারীরে
তোমার নামে ভব সাগরে দিয়াছি পাড়ি,
চরণতরী দিয়া দয়াল দিও আমায় পার করিরে
দিও আমায় পার করি।।
তুমি, অকুলের কূল
নবী বংশে জন্ম বাবা নায়েবে রসুল,
সাধুদরবেশ মুনি ঋষি
তোমার দ্বারের ভিখারী রে।।
আমি আইলাম শেষবেলায়
কত আশেক পার হইল নামের উসিলায়,
পুঁজিহারা কপালপোড়া
সাগরে, তুফান ভারি রে।।
দীন গফুর হালী কয়
হাজার মুখে শুনেছি তোমার নামেরি অভয়,
তোমার পাক নামের কলঙ্ক হবে
যদি ডুবে যাই মরি রে।।