তোমার পাগলা ঘোড়ার লাগাম টানলে না
বাড়ির কর্তারে তোমার পাগলা ঘোড়ার লাগাম টানলে না।
সে যে কুপাথে ঘুরায়ে মারে সুপথে তা আনলে না।।
সোয়ার দিয়ে বেড়াও তুমি যে-ঘোড়াতে চড়ে
ভাবছাড়া লাফ দিয়ে ঘোড়া গর্তে গিয়ে পড়ে;
তোমার কি দুর্দশা ঘটবে পরে
তলায়ে তা দেখলে না।।
ষোল জন করে ঘোড়ার যত্ন সবিশেষ
তোমারতো ভাঙ্গলো না চোখের মোহ নিদ্রাবেশ;
কতো সৎ মানুষের সৎউপদেশ
শুনিয়া তা মানলে না।।
ঘোড়া যদি চলতো তোমার পথের সাহায্যে
নিমেষে পৌঁছাতে পারতে এক চিন্ময় প্রেমরাজ্যে;
তখন কি ফল ফলতো তোমার কার্যে
তাহার তত্ব জানলে না।।
পাগল বিজয় বলে, ঘোড়া মোরে জোরে মারে চাটি
ভেঙে ফেলে দিয়েচে মোর দন্ত দুই পাটি;
এখন অন্ধকারে কোন দিকে হাঁটি
পথের সন্ধান মেলে না।।