তোমার শেষের দাবি ভুলি নাই আমি ভুলিবার তো নয়,
আমার মনের অন্তরালে গোপন আড়ালে
তুমি জড়ায়ে রয়েছো হৃদয়।।
একদিন লিখেছিলে চঞ্চলে নেতের অঞ্চলে
শেষের দাবি দেশে যাওয়ার সময়;
তোমার অতীতের সেই বাণী
আজো দেয় আনি
তোমার নতুনরূপ কতো পরিচয়।।
কতো মাস মাস দিবস দিঘল বরষ
চলে গেলো তবু পাই নি দরশ;
তোমার কায়াহীন ছায়ালোকে
তোমার ছবির মায়া চোখে
আজিও দেখি অভিনয়।।
ওই সীমাহীন গ্রহ তারা তারি মাঝে পথ হারা
খুঁজিয়া ফিরেছো বুঝি আমায়;
তাই তোমার জল ঝরে আঁখিপাতে
মিশিয়ে শিশিরের সাথে
প্রভাতে গাহে প্রেমের জয়।।
আমার জীবন সন্ধ্যার ফাঁকে
দেশে যাবো শেষের ডাকে;
তুমি আমি মিলিবো এক জায়গায়
পাগল বিজয় বলে, প্রিয় সেথা মোরে নিও
আর তো বেশি নাই আসিবার সময়।।