তোমার হাতে দেখি খাতা
বুকভরা ব্যথা
মনের কথা যাবে কি ভুলে
এই স্কুলে।।
কি ভাবিয়া মনে
বসিয়াছো ধ্যানে
মুচকি হাস কেনো
আমায় দেখিলে
তোমার মাথার চুল ছাড়া
পাগলের দ্বারা
এই কি গো লেখা পড়া
বই খাতা টুলে
এই স্কুলে।।
যৌবন জোয়ারের টান
মানেনা বাঁধাবান
চলেছে উজান তুমি
জোয়ারের জলে
তোমার যৌবন পুকি
মারিয়াছে উকি
রাখা দায় না ঢাকি
শারির আঁচলে
এই স্কুলে।।
হাসিতে মুক্ত ঝরে
শাড়ীর আঁচল উড়ে
মাজা হেলে পরে
তোমার পথ চলিলে
আঁকাবাঁকা গাঁয়
যাও কোন পাঠশালায়
ডাকো কারে ইঁসাড়ায়
নুপুরের তালে
এই স্কুলে।।
কও তোমার মনে কি
কেনো গো উদাসী
একটু যাও বসি
এই কদম্ব তলে
কয় মাতাল রাজ্জাকে
ব্যথা ভরা বুকে
পাব নি তোমাকে
মাস্টার সাজিলে
এই স্কুলে।।