তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই।
সেই কারণ্যলোভে ভেসেছিলাম একাই।।
সঙ্গে লয়ে হে তোমারই
তুমি হবে আমার আধাঁরি,
মনে তোমারই স্মরণ করি
বটপত্ররূপে ভেসেছিলাম তাই।।
তোমারই কারণে গোষ্ঠে গোচরণে
নন্দের বাদা বয়ে মাথায়,
সদাই বলি মনের সুখে জয় জয় রাধে
বৃন্দাবনে সদা বাঁশি বাজাই।।
পরেতে গোলোকে পরম পুলকে
মহারাসলীলা করি দুই জনে,
সে মহারসের ধনী বিনোদিনী
লালন বলে সে হরি নন্দের কানাই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….