তোমা লাগি, নাথ, জাগি জাগি হে-
সুখ নাহি জীবনে তোমা বিনা ॥
সকলে চলে যায় ফেলে চিরশরণ হে-
তুমি কাছে থাকো সুখে দুখে নাথ,
পাপ তাপে আর কেহ নাহি ॥
……………………
রাগ: পূরবী
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন