(তাল-ঠুংরী)
তোরা আয় কে যাবি হরিচাঁদের প্রেমের বাজারে।
তোরা গেলে পড়ে দেখতে পাবি, কত মাল আছে থরে থরে।
১। সম্পূর্ণ মাল রক্ষা করে, রেখ মালের কোঠা ভরে রে
এবার হুসিয়ার থেক দিবা রাত্রে, মাল যেন নেয়না চোরে।
২। সেই বাজারে আছে চোরা, নিয়ে যায় মাল সব হরিয়া রে।
চোরাবাতি জ্বেলে করে চুরি, জিলা আর মোকাম ধরে।।
৩। সেই মালের উপরথরে, সোর মানুষ বিরাজ করে রে।
ও তার রূপে ভুবন আলো করে, দেখলে জীবের মন হরে।।
৪। বাজারে সেই অটল মানুষ, সদা থাকে প্রেমে বেহুস রে।
ও সে সদা থাকে প্রেমের ঘরে, প্রেমানন্দে বাস করে।।
৫। হরি গোসাইর মধুর বচন, বোকা দীনা তোরে কই শুনরে।
যদি পেতে চাও সেই মানুষ রতন, গুরুর চরণ থাক ধরে।।
……………………………….
রাগিনী-গোপীছোড়া