(তাল – এতাফা)
তোরা কে কে যাবি, ওড়াকান্দী ত্বরায় চলে আয়রে আয়
দেখবি যাওয়া মাত্র দেহ পাত্র অনায়াসে গলে যায়।।
১। ওড়াকান্দী দেখে কান্ড, মনেতে লেগেছে ধন্দ মরি হায়রে।
জীবের ঘুচল সন্দ, কর্ম্ম বন্ধন, আর কি জীবের আছে ভয়।।
২। হরি এল ওড়াকান্দী যশবন্ত রাখলেন বাঁধি
আয় কে দেখবি আয়।
৩। রূপ হেরিয়ে যোগী ঋষি, সন্ধ্যা আহ্নিক ত্যাজে বসি আছে সর্বদায়।
তারা তন্ত্র মন্ত্র, ছেড়ে দিয়ে হরি নামে মত্ত হয়।।
৪। সেই রূপ রসে হরি গোসাই, দিবা নিশি মগ্ন সদাই হরি নাম গুন গায়।
বোকা দীনবন্ধু কয়, ঐ রূপের ঘায়
মোর প্রাণ যেন গলে যায়।
……………………..
রাগিনী – উরয়ালী