তোরা দেখা রে আসি নগরবাসী প্ৰেমরসের ফুল।
ফুলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে প্ৰাণ আকুল।
ও কিশোরীর প্ৰেম ব্রজধামে সে ফুলের মূল
সজল উজ্জ্বল রসে মিলে উদয় সুরধনীর কুল।।
ও প্রেম রসের কমল টলমল মহিমা অতুল।
যার পরশে পাষাণ ভাসে লুণ্ঠন করে সোনার মুল।
যার কপাল মন্দ মায়ায় মুগ্ধ সৎ সঙ্গে তার ভুল
গোসাই রমণ বলেন মানুষ বিনে লাগছে প্রেমের ফুলাহুল।