(তাল-ঠুংরী)
তোরা সব বল কলঙ্কিনী, সাজলেম গোপিনী।
আর কি এ ছার কুলের তরে, সখী আমি থাকব ঘরে,
মন্দ বলুক ঘরে পরে বলুক পাপিনী,
আমার যা থাকে কপালে, হবে গো সজনী।।
আমার এ জীবন, যৌবন তারে করেছি সমর্পণ,
যা করে সেই নন্দের নন্দন, শ্যাম চিন্তামণি,
আমায় যদি দয়া করে, দেখে জনম দুঃখিনী।।
কুল বজায় রাখিলে পরে, সুখ পাই সই সেই পরের ঘরে,
পাব না সেই পরাৎপরে, শ্যাম পরশমণি,
আমার হরি হীন কুলেতে কি কাজ, হই তার সঙ্গিনী।।
ব্রজেন্দ্র নন্দন বিনে, জ্বলে মরি নিশিদিনে,
কি ক্ষণে দেখলেম নয়নে, মোহন রূপখানি,
গেছে সেই হতে তার রূপের সাথে, নয়ন মণি।।
হরিচাঁদকে রেখে শিরে, পাগলচাঁদের চরণ ধরে,
তারকচাঁদকে সহায় করে, শিখিব করণী,
এবার প্রতিজ্ঞা সাধন, কিম্বা যাবে পরাণি।।
……………………………………………………………
হরিবর সরকার