(তাল-গড়খেমটা)
তোরা সব যা গো সজনী, আমার ত’ লয় না মন লয় না।
আমার মন গিয়াছে ওড়াকান্দি, কেন যাব বৃন্দাবন।
আমি গুরুচাঁদের চরণ ধরে, পড়ে থাকব তাইতে যাহা করে
প্রাণনাথ যশোমন্তের নন্দন গো
এল জীব ত্বরাতে ওড়াকান্দি, আমার প্রাণ গোলকের ধন।
নাম শুনে যার আঁখি ঝরে, এবার বর্তমান পেলাম তারে,
দেখি সখী দেখা যায় কেমন গো
আমি নয়নে করব সখীরে, তার সে রূপ দরশন।
কাজ কি আমার তীর্থবাসে, গুরুপদে সকল তীর্থ বসে
তীর্থরাজ শ্রীগুরুচরণ গো
পাব গয়া গঙ্গা গুরুপদে, কেন করব অন্বেষণ।
গোঁসাই পাগলচাঁদ কয়, প্রেমের সন্ধ,
হরে ধরগে গুরুর পদারবিন্দু, ছাড়িস না যায় যদি জীবন রে
ও তোর পারের শঙ্কা নাইরে, হরিচাঁদের নাম পতিত পাবন।
……………………………………………………………
হরিবর সরকার