তোর কতো ভালো লাগে ও রে আমার চিকন কালোশ্যাম।
তোর লাগি বনে আসিলাম।।
তোর বাঁশের বাঁশি কি গুণ জানে
কি কথা কয় কানে কানে
মন পরান ধরে টানে আপন ভুলিলাম রে
আমার হৃদয়রতন জীবন-যৌবন কালা রে
তোরে সকল সঁপিলাম।।
বাজলে বাঁশি কদম শাখে
জলকে চলি গোপন ফাঁকে
মন যারে চায় খুঁজি তাকে জল আনা তো নাম রে
আমার চোখের জলে কলস ভরে কালা রে
আমি কি জ্বালায় পলাম।।
এমনি করে কতো দিনে
কাদিবে বিজনবিপিনে
কবে আমায় লবে কিনে লাগবে না তার দাম রে
আমি বিনামূলে কেনা হতে কালারে
আমি কিনা করিলাম।।
পাগল বিজয় বলে, ভালোবাসা
সুখের নয় সে দু:খের বাসা
তবু ছাড়া যায় না আশা চায় না পরিণাম রে
তুই যতো নিঠুর ততো মধুর কালা রে
আমি ঠেকে শিখিলাম।।