তোর ঘরে লাগাইছে তালা
মহাঘুমে ঘুমায় কালা
ঘর পাইয়া অভজন
জ্ঞান আখিঁ খুলিয়া গেলে
রয়না দূরে নীল রতন।।
বাতি ছাড়া ঘরে যাকে অন্ধকার
শত থাকলে সোনা দানা
ঐ সোনা আর দেখা যায় না
জ্ঞান বিহনে তেমনি দশা দুনিয়ার
অথই জলে মুক্তা মিলে যমুনার
হইলে জ্ঞান সমুদ্র মন ডুবুরী
দেখবি রূপের ছড়াছড়ি
খোদা আছে বিশ্ব জুড়ি
যা দেখ ছবির মতন
জ্ঞান আখিঁ খুলিয়া গেলে
রয়না দূরে নীল রতন।।
একই সুর্য আলো দিয়া বিশ্বময়
ছুটে আসে আলোর কনা
কথায় কথায় মারে হানা
তুমি আমি যতজনা কতিপয়
কে বা তার অন্বেষণ করে পরিচয়
কেহ যদি আয়না ধরে
মাইটা ঘরেই দেখে তারে
দেখলে মানুষ রয়না ঘরে
হইয়া যায় পাগলের মতন
জ্ঞান আখিঁ খুলিয়া গেলে
রয়না দূরে নীল রতন।।
যদি ফুটে কারো সেই ভাবের সুরসী
থাকেনা অজানা বিকার
বিশ্বময় দেখে একাকার
দেখবি কিনার অকূলে উঠছে ভাসি
কেটে যাবে মায়া কালের যম ফাঁসি
হবে মাইটা দেহ আলোর প্রদীপ
দেহ জিব কাটিয়া হইছে সিব
মাতাল রাজ্জাক কয় নব দীপ গেলে
তুমি তোমার নিরঞ্জন
জ্ঞান আখিঁ খুলিয়া গেলে
রয়না দূরে নীল রতন।।