তোর লাগি ঝুরে দুই নয়নে প্ৰাণবন্ধু
দাসের প্রতি আছে নি তোর মনে।।
কি দোষের দোষী আমি তব পদে হইলাম দোষী
কিঞ্চিৎ মাত্র দয়া নাই তোর মনে।।
তোমার লাগি দিবানিশি নিরলে ঝুরি গো বসি৷
তোমার লাগি শান্তি নাই মোর মনে।।
আমি করি তোমার আশা তুমি কৈর নৈরাশা
আমারে উদাসী কৈলায় কেনে।।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি বরির কলে
ছাড়া পাই না টানছে সুতে বসি নিরজনে।।