তৌহিদে পাইবে খোদা অজুদে মজুদ,
তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ।
তৌহিদ বুঝিল যেই,কামেল বনিল সেই,
তৌহিদ না বুঝে বান্দা বইনে যায় মদ্দুত।
তৌহিদে দিল ছাপ হয়,তৌহিদে দুনিয়া জয়,
তৌহিদে জানিতে পারে মাবুদের কুদ্রুত।
তৌহিদের তলোয়ার চমকে বিজলি ধার,
তৌহিদি বুঝিতে পারে ওয়াজে বল অজুদ।
তৌহিদে সাধনা সার,তৌহিদে পুল ছেরাত পার,
তৌহিদে পাই খোদার দিদার,হইয়া বেখোদ।
রমেশ বলে সত্য জানি,ভান্ডারী তৌহিদে খনি,
তৌহিদে মিলায়ে দিবে দুধের সাথে দুধ।