(তাল-যৎ)
ত্যজে জাতি পুরুষ প্রকৃতি,
স্রোতবতী প্রেম বন্যায় দিচ্ছে ঝাঁপ।
কেহ বা প্রাণনাথ! হা দীননাথ! বলে অম্নি কচ্ছে প্রলাপ।
পাপী তাপী তৃণ মত, ভেসে যাচ্ছে অতি দ্রুত, সলিলে,
স্রোতের ভীষণ বলে, পাষাণ চলে অনুকুলে,
যত দীন দুরাচার, শেওলা আকার,
তরঙ্গে ধুচ্ছে অঙ্গের পাপ।
ঘাতকী পাতকী যারা, পূর্ণ পাপে অঙ্গ জ্বারা,
তারা সবে প্রেমের হিল্লোলে, কল্লোলে করে মহোৎসব,
পড়ে হরি অঙ্গে প্রেম তরঙ্গে, আতঙ্কে পলায় মহাপাপ।।
জগত জুড়ে চলিছে বারি, পাপী তাপী অনিবার-ই
পড়ে তায় জুড়ায় তন্ত্র শরীর কিশোরীর প্রেম ল’য়ে যায়,
হ’য়ে বামন যবন একই জীবন কচ্ছে কৃষ্ণ প্রেমের আলাপ।।