থাকতে ক্ষুদা প্রেমের সুধা পান করে যা পাগল মন
দিন গেলে সে হবে না আর ভাটা যদি লয় যৌবন।।
পিরিতে নাই পাঞ্জি পুঁথি নাই কিছু আর বেদ বিধান
সময় মতে প্রণয় সুতে আপনা হতেই পড়ে টান
যার যে ভাবে মন মিশাবে সেই ভাবেই তার যায় জীবন।।
সংসার সাগর মাঝে নাও বেয়ে যায় সব জনায়
এ পাড় ছেড়ে ও পাড় যেতে কেউ নাহি আর কারে পায়
ঘূর্ণিপাকে লাখে লাখে ডুবে হেথায় হয় মরণ।।
আসমানে জমিনে পিরিত অনন্ত কাল ধরিয়া
সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া
তা না হলে ফুলে ফলে শোভিত না এই ভুবন।।
পর্বত পিরিতে অটল সমুদ্দুরের সাথেতে
তাইতে পানি বাস্প হইয়া উঠে গিয়া তার মাথে
সেথায় গিয়া মেঘ বাঁধিয়া হয়রে বারি বরিষণ।
প্রেমে হইলো জঙ্গলবাসী মুনি ঋষি আওলিয়া
গাছতলাতে দিন কাটাল সারা জীবন কাঁদিয়া
পাইল কারে কইলো নারে ভাবছে তাই জালালের মন।।