দমে দমে পড় জিকির লা-ইলাহা ইল্লাল্লাহ্।
দমে দমে পড় রে মন লা-ইলাহা ইল্লাল্লাহ্
নাম ছাড়া দম ছাড় যদি ঠেকবে হিসাবের বেলা।।
একুল সেকুল দু’জাহানে
পার হবি ঐ নামের গুণে,
ঠের পাইয়াছে আশেকজনে
কোন তলে খেলায় মাউলা।।
মুর্শিদের আওয়াজের বলে
পলকেরই কলব জুড়ে,
দমের কোঠায় চাবি দিলে
দেখবে রে নূরের খেলা।।
বন্দি হইয়া মায়ার জালে
ভবের জনম যায় বিফলে,
বাউল আব্দুল করিম বলে
ভরসা মুর্শিদ মাউলা।।
………………………………
আরও পড়ুন:
শাহ্ আব্দুল করিম: জীবনী ও গান