দরখাস্ত করিতে এলাম মাওলার চরনে।
এই জামানার বাদশা তুমি শুনেছি কানে।।
অনুরাগের কলম আনি, কালি করে চোখের পানি।
হৃদয়ের এই পত্র খানি লিখিলাম যতনে।।
বন্ধু বান্ধব দুনিয়ার বেড়ি মায়া কারাগার।
খাটাইতাছে অনিবার আর সহেনা পরানে।।
করে স্বহস্তেতে দস্তখত দিয়েছি গোলামীর খত।
কবুল করিয়ে রাখ নূরী চরনে।।
অন্ধ ছেলের বাবা যারা, হাত ধরিয়ে চালায় তারা।
রমেশের তেমনি ধারা, নিও শেষ দিনে।।