দরবেশ হয় কি মুখের কথায়
বরজখ ধিয়ানে দরবেশ, অধর চাঁদকে দেখিতে পায়।।
দম মেরে দম শুমার ধরে, পলক দেয়না রূপ নিহারে,
বেখুদি পিয়ালা ভরে, দিবা নিশী জ্ঞান নাহি রয়।।
ফানাফিশ্বেখ কাহারে কয়, কাহারে কয় ফানাফির রাছুল কিবা কয়,
ফানা বাক স্থলের নির্ণয়, আরেক দরবেশ ধিয়ায়।।
মুরশিদ বীজে যে হয় ফানা, রাছুল রূপে সে রূপ জানা,
জাত ইলাহির জাতে মিশায়।।
কাজের কাজি না হলে মন, লানত উল্লায় হবি গমন,
লালন শাহ্ দরবেশের বচন ভাবটি জারি দুদ্দুর সদায়।।