দরিয়া শরিয়ত তরিকত কিস্তি, এস্ক হয় কান্ডার
এস্ক বিনে সাঁইর নিকটে যাবার সাধ্য নাইরে আর।।
কেমন দরিয়া কেমন কিস্তি, ভাল মত করে দৃষ্টি চিনে নিতে হয়
যদি চড়তে পার সেই তরির পর, দেখবিরে সাঁইর মোকাম ঘর।।
সেই দরিয়া আছে গো শূন্যে
পানির নীচে শুকনা জমি বায়তল মসজিদ ঘর
সাঁই ডাঙ্গায় কি পানিতে থাকে, দেখতে শঙ্কা হয় আমার।।
আল্লাহ আদম নবীর দিনে, দরিয়ায় নেমে দেখ চিনে
কিসে কিবা হয়, মোকাম বাড়ি আদম সিঁড়ি
আলেফ সওয়ার তারই পর।।
আদমেরে দিলে সেজদা, সেহি সেজদা পায় সে খোদা, সত্য জানরে মন
কোরবারন বরে এভেদ খোলা, আজাজীলের বোঝা ভার।।