দাঁড়াও এসে প্রাণের বন্ধু
দেখে মনের সাধ মিটাই,
দেখে মনের সাধ মিটাই গো
দেখে তাপিত প্রাণ জুড়াই।।
কেঁদে কেঁদে দিন ফুরাল
হৃদয় কপাট খোলা রইল,
এ নিশি প্রভাত হল
জাগিয়া নিশি পোহাই।।
আর কত সইব প্রাণে
বুঝাইলে বুঝ না মানে,
জ্বলছে অনল হৃদয় কোণে
পুড়িয়া হইলাম ছাই।।
জছিম তোমার অভাজন দা
পুরাও দাসের মনেরই আশ,
যেন আশা মূলে না হই বিনাশ
চরণে তোমার দোহাই।।