দাঁড়া কানাই একবার দেখি
দাঁড়া কানাই একবার দেখি,
কে আজ তোরে করিলো
বেহাল হলিরে কোন দুঃখের দুঃখী।।
পরনে ছিল ক্রীতধরা
মাথায় ছিল মোহনচূড়া,
সে বেশ কানাই হইলি ছাড়া
বেহাল বেশ নিলি কোন সুখে সুখি।।
ধেণু চড়াতে মোদের সাথে
আবাই আবাই ধ্বনি দিতে,
এখন এসে এই নদীয়াতে
হরির ধ্বনি দাও এ ভাব কি।।
ভুল বুঝি পরেছে ভাই তোর
আমি যে তোর ছিদাম নফর,
ফকির লালন বলে, ভাব শুনে বিভোর
দেখলে সফল হতো আঁখি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….