দাসের যোগ্য নই চরণে ।
নইলে দশা ঘটতো না আর
মোর জীবনে।।
পদে যদি দাসী হতাম
চরণে রাখতেন গুনধাম,
ঘটতো না আর অসত্য কাম
দূরে যেত ভয় শমনে।।
জানা গেল বেদ পুরাণে
ভক্তের বাক্য সবায় মানে,
তোমা বিনা যাই কোনখানে
পদে রেখ দ্বীনহীনে।।
কেঁদে বলে বংশীধারী
ভক্তের ভার কি এতই ভারি,
লালন বলে দেখবো তারি
দেখবো রে স্বরূপ সাধনে।।