দিনে দিনে হলো আমার দিন আখেরি।
কোথায় ছিলাম কোথায় এলাম
আবার যাব কোথায় ভেবে মরি।।
বসত করি দিবারাতে
ষোলজন বোম্বেটের সাথে,
যেতে দেয় না যেতে সরল পথে
পদে পদে করে দাগাদারি।।
বাল্যকাল খেলায় গেলো
যৌবনে কলঙ্ক হলো,
বৃদ্ধকাল সামনে এলো
মহাকাল হ’লো অধিকারী।।
যে আশাতে ভবে আশা
তাতে হ’লো ভগ্ন দশা,
লালন কয় একি দুর্দশা
উজাতে ভেটেনে প’ল তরী।।